ব্লগের সঙ্গে ডায়রেক্টলী চ্যাটিং বা অফলাইন ম্যাসেজ দিয়ে রাখা যাবে।yaplet এর মাধ্যমে ব্লগ এডম্যীনের সঙ্গে বা ভিসিটর ভিসিটরের সঙ্গে ডায়রেক্টলী চ্যাটিং করতে পারবে।এক্সস্যামপ্যেল হিসাবে My Btrick ব্লগের সাইডবারে yaplet badge আইকনটিতে ক্লিক করে দেখা যাবে।
yaplet দিয়ে যে কোন ওয়েব সাইট বা ব্লগের সঙ্গে চ্যাট কারার জন্য
- যে কোন ওয়েবসাইটের সঙ্গে চ্যাটিং করার জন্য http://a2.yaplet.com এখানে ভিসিট করতে হব।
- স্যেকেন্ড বুলেট টেক্সট chat on any website এর পাশে url বক্সে যে ওয়েব সাইট বা ব্লগের সঙ্গে চ্যাট কারার আছে তার url টাইপ বা পেস্ট করতে হবে।
- url বক্সের পাশে Sidbar বা Pop Up আইকনে ক্লিক করে চ্যাটিং উইন্ডো স্যেলেক্ট করলেই হবে।
yaplet ব্লগে প্লেস করার জন্য
- yaplet ব্লগে প্লেস করার জন্য ফার্স্ট http://a2.yaplet.com এখানে ব্রাউজ করুন।
- থার্ড বুলেট টেক্সট add a chat to your site পাওয়া যাবে যার পাশে Chat Here এর আইকন দেখা যাবে,এটিতে ক্লিক করতে হব।
- Chat Here আইকনটিতে ক্লিক করলে যে পেজটি ব্রাউজ হবে সেখানে url বক্স পাওয়া যাবে এখানে যে সাইটটিতে প্লেস করা হবে তার url দিয়ে Generate ট্যাবে ক্লিক করতে হবে।
- ব্লগে বটন প্লেস কারার জন্য নিচে থেকে পছন্দ মত বটন স্যেলেক্ট করা যাবে।এখানে চ্যাটিং উইন্ডো হিসাবে Sidbar বা Pop Up এই দুটি উইন্ডোই পাওয়া যাবে।
- এখন ব্লগারে ল্যগিং করে একটি নিউ html/javascript নিয়ে তাতে কোডটি পেস্ট করে টেমপ্লেটটি সেভ করলেই হবে।





