আগের পোস্টে Google chatback badge এর ব্যাপারে লিখেছিলাম যে ব্লগের ভিসিটরকে কোনরকম এক্যাউন্ট ছাড়াই ব্লগ এডমিনের সঙ্গে ডায়রেক্টলী চ্যাটিং করার সুযোগ দেয়।এই ফ্যেস্যালিটীটি নেবার জন্য গুগল এক্যাউন্টের দরকার।যার ইয়াহু বা ইয়াহু ম্যাসেঞ্জরের গ্রেট ফ্যান তাদের জন্য কাজ় দেবে Yahoo Pingbox,এটি Google chatback badge এর মতই একইভাবে ভিসিটরকে কোনরকম এক্যাউন্ট ছাড়াই ব্লগ এডমিনের সঙ্গে ডায়রেক্টলী চ্যাটিং করার সুযোগ দেয়।Yahoo Pingbox ব্লগে এডম্যিনের অফলাইন বা অনলাইন স্ট্যাটাস ডীসপ্লে করে থাকে।এর ব্যাপারে বেশী কিছু ড্যীটেলস লেখার দরকার আছে বলে আমার মনে হয় না।যদি ড্যীটেলস কিছু জানার দরকার থাকে তবে আগের পোস্টটি দেখলেই হবে।
Yahoo Pingbox ক্রিয়েট এবং ব্লগে প্লেস করার জন্য
- http://in.messenger.yahoo.com/pingbox/ এই লিঙ্কে ভিসিট করে ইউস্যার আইডী এবং প্যসওয়ার্ড দিয়ে লগিং করতে হবে।
- ইয়েলো বটনের থাকা Creat a Pingbox ট্যাবে ক্লিক করতে হবে।
- ব্রাউজ হবার পরে যে নিউ studio পেজটি পাওয়া যাবে। এর লেফট সাইডেই pingbox এর কাস্টমাইজেশ্যনের অপশনগুলী রয়েছে।ফাস্ট অপশন Background Theme এ ব্লগে বা ওয়েবসাইটের ম্যাচিং ক্যালারের সঙ্গে pingbox এর ব্যাকগ্রাউন্ড ক্যালার স্যেলেক্ট করতে হবে।
- স্যেকেন্ড অপশন থেকে টেক্সট সাইজ ও ক্যালার স্যেলেক্ট করা যাবে।
- থার্ড অপশন থেকে pingbox এ যে নিক নেম ডিসপ্লে হবে তা দিতে হবে।
- ফোর্থ অপশন থেকে অফলাইন বা অনলাইন ম্যাসেজ স্যেলেক্ট করে নিতে হবে।
- pingbox এর একটি নাম দিয়ে Save ট্যাবে ক্লিক করলেই ওয়েবসাইট বা ব্লগে ডীসপ্লে করার জন্য কোড পাওয়া যাবে।
- পাওয়া কোডটি ব্লগারে ল্যগিং করে একটি নিউ html/javascript নিয়ে তাতে পেস্ট করে টেমপ্লেটটি সেভ করলেই pingbox টি পাওয়া যাবে।