Yahoo Pingbox ক্রিয়েট এবং ব্লগে প্লেস করার জন্য
- http://in.messenger.yahoo.com/pingbox/ এই লিঙ্কে ভিসিট করে ইউস্যার আইডী এবং প্যসওয়ার্ড দিয়ে লগিং করতে হবে।
- ইয়েলো বটনের থাকা Creat a Pingbox ট্যাবে ক্লিক করতে হবে।
- ব্রাউজ হবার পরে যে নিউ studio পেজটি পাওয়া যাবে। এর লেফট সাইডেই pingbox এর কাস্টমাইজেশ্যনের অপশনগুলী রয়েছে।ফাস্ট অপশন Background Theme এ ব্লগে বা ওয়েবসাইটের ম্যাচিং ক্যালারের সঙ্গে pingbox এর ব্যাকগ্রাউন্ড ক্যালার স্যেলেক্ট করতে হবে।
- স্যেকেন্ড অপশন থেকে টেক্সট সাইজ ও ক্যালার স্যেলেক্ট করা যাবে।
- থার্ড অপশন থেকে pingbox এ যে নিক নেম ডিসপ্লে হবে তা দিতে হবে।
- ফোর্থ অপশন থেকে অফলাইন বা অনলাইন ম্যাসেজ স্যেলেক্ট করে নিতে হবে।
- pingbox এর একটি নাম দিয়ে Save ট্যাবে ক্লিক করলেই ওয়েবসাইট বা ব্লগে ডীসপ্লে করার জন্য কোড পাওয়া যাবে।
- পাওয়া কোডটি ব্লগারে ল্যগিং করে একটি নিউ html/javascript নিয়ে তাতে পেস্ট করে টেমপ্লেটটি সেভ করলেই pingbox টি পাওয়া যাবে।





