Visual Task হচ্ছে একটি 102 kb এপ্লিকেশন যার মাধ্যমে টাস্কবারে মিনিমাইজ থাকা পোগ্রাম বা উইণ্ডোগুলিকে শুধুমাত্র মাউসের পয়েন্টার নিয়ে গিয়ে প্রিভিউ দেখা যাবে।অনেক এপ্লিকেশন বা উইন্ডো একশঙ্গে ওপেন থাকলে এটি কাজে আসতে পারে।মিনিমাইজ থাকা উইণ্ডোগুলিকে সঠিকভাবে ওপেন করার জন্য আগে থেকেই দেখে নেওয়া যাবে,কোনরকমভাবে মাউসে ক্লিক না করেও।উদাহরন হিসাবে একটি স্কিনসর্ট নিচে আছে এখানে ফ্যায়ারফক্স দিয়ে ব্রাউজ করা ওয়েবসাইটটি টাস্কবারে মিনিমাইজ করা আছে আমি শুধুমাত্র মাউসের পয়েন্টার এটির উপর নিয়ে গিয়ে এর প্রিভিউ দেখতে পাচ্ছি।এটির জন্য 102 kb এই এপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে।