আমি প্রায় প্রত্যেকদিন অফিসে কোন না কোন বিষয়ে নেটে সার্ফ করে থাকি আর ইন্টারেস্টটিং লিঙ্কগুলি নোটপ্যাডে কপি-পেস্ট করে রাখি। নোটপ্যাডে কপি-পেস্ট করি বাড়ী গিয়ে দেখার জন্য,নোটপ্যাডটি মেল করতে হয় বা প্রিন্ট নিয়ে যেতে হয়।এর জন্য একটু সময়ের দরকার হয়।এখন heypasteit নামের এই ওয়েব সার্ভিসটি ব্যাবহার করছি এটি দারুন কাজের। heypasteit ঠিক নোটপ্যাডের মত কিন্তু এর মাধ্যমে পেস্ট করা টেক্সটগুলিকে এক্সেস করা যাবে সব জায়গা থেকে।এটি ব্যাবহার করাও দারুন সহজ শুধুমাত্র টেক্সটগুলিকে পেস্ট করে নিচে Paste online ট্যাবে ক্লিক করতে হবে।এখন এখান থেকে একটি Clip Number এবং একটি ডায়রেক্ট লিঙ্ক পাওয়া যাবে এবার যেখান থেকে খুশি http://www.heypasteit.com/ ব্রাউজ করে উপরে থাকা Clip Number বক্সে Clip Number টি দিয়ে Get it ট্যাবে ক্লিক করলেই এটি ওপেন হবে।এছাড়াও পাওয়া ডায়রেক্ট লিঙ্কটিতে ব্রাউজ করেও এটিকে পাওয়া যাবে।