কোন সফটওয়্যার বা টিপসের ডেমো বা ভিডীও তৈরী করার জন্য উইণ্ডোসের,সফটওয়্যারের বা ওয়েবপেজের কোন একটি বিশেষ অংশকে জুম করে দেখাবার দরকার পড়ে।সাধারনভাবে এই কাজটি করা যায় না,কিন্তু ZoomIt একটি এপ্লিকেশন যার মাধ্যমে এই কাজটি খুব সহযেই করা যাবে।246 kb এই ফ্রী-ওয়্যার এপ্লিকেশনটি রান করলেই হবে।