আপনি যদি রাপিডশেয়েরে কাজের লিঙ্কগুলি খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে থাকেন তাহলে Rapidstack ট্রাই করে দেখতে পারেন। Rapidstack হচ্ছে একটি নতুন সার্চ-ইঞ্জিন যাকে শুধুমাত্র রাপিডশেয়েরের উপর বেশ করে তৈরী করা হয়েছে।এই সার্চ- ইঞ্জিনের প্রধান কাজ হচ্ছে রাপিডশেয়ার থেকে শুধুমাত্র কাজের লিঙ্কগুলিকে বের করা।এটিকে ব্যাবহার করার জন্য Rapidstack ভিসিট করে সার্চ বক্সে টাইপ করে এন্টার মারলেই হবে।সার্চ কমপ্লিট হলে এর নিচে লিঙ্কগুলিকে পাওয়া যাবে এবং এখান থেকেই ক্লিক করে ব্রাউজ করা যাবে।