এছাড়াও এই সমস্ত ফাইলগুলির মধ্যে প্রয়োজনীয় ফাইলটির সঙ্গে কিছু অপ্রয়োজনীয় জিনিসও থাকে যেগুলি কিছু কাজে আসে না।ফ্যায়ারফক্সের Archview নামের এই এডঅন্সটির মাধ্যমে ডাউনলোডের আগেই দেখে নেওয়া যাবে রার বা জিপ ফাইলটির মধ্যে আসলে কী আছে।
এখানে শুধুমাত্র প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করে নেওয়া যাবে। Archview নামের এই এডঅন্সটি ইনস্টল করার পরে ফ্যায়ারফক্সকে একবার রিস্ট্রাট করে নিতে হবে এরপর যে কোন রার বা জিপ ফাইল ডাউনলোড করার আগেই অটোমেটিক্যালি ভাবে ফ্যায়ারফক্স এর ভিতরে কী আছে তা দেখিয়ে দেবে।





