তাই এখন আমি wallchanger নামের এই ছোট্ট সফটওয়্যারটি ব্যাবহার করছি এটিকে ইনস্টল করার পরে কম্পিউটার স্ট্রার্ট হলেই অটমেটিক্যালি ওয়ালপেপার চেজ্ঞ হবে প্রত্যেকবার।
এটিকে ইনস্টল করার পরে রান করে choose wallpaper map ট্যাবে ক্লিক করে কম্পিউটারের যে ফোল্ডারে সমস্ত ইমেজ রাখা আছে সেটিকে সিলেক্ট করে দিতে হবে এবং change wallpaper on startup টেক্সটের নিচে yes বটনটি সিলেক্ট করে দিতে হবে।এখন প্রত্যেকবার পিসি চালু হলেই অটমেটিক্যালি ওয়ালপেপার চেজ্ঞ হবে প্রত্যেকবার।





