আমরা এক্সপি ব্যাবহারকারীরা যে ক্যালকুলেটর ব্যাবহার করার সুজোগ পাই তাতে খুব একটা মজা আসে না।এছাড়াও সাইজে ছোট এবং জটিল হিসাবের ক্ষেত্রে একটু ছোট পড়ে তাই আমরা একে খুব একটা ব্যাবহার করি না ।এই জটিল হিসাবের জন্য অনলাইনে এই eCalc ব্যাবহার করা যাবে।http://www.ecalc.com এই সাইটিতে ভিসিট করে হিসেবের জাব্দা খাতাটা সহজেই সেরে নিতে পারবেন। ecalc তে ভিসিট করলে Basic এবং Scientific দুটি অপশন পাওয়া যাবে।
Basic হিসাবের জন্য Basic অপশনটি এবং mass,speed,time,power,volume,area ইত্যাদি জটিল হিসাবের জন্য Scientific অপশনটি ব্যাবহার করা যাবে।
এছাড়াও যদি অফলাইনে এই ক্যালকুলেটর ব্যাবহার করা যাবে Free desktop download ইমেজটির উপর ক্লিক করে সেট আপ ফাইলটি ডাউনলোড করে।





