উইন্ডোসে কোন এপ্লিকেশন আন-ইনস্টল করতে হলে আমরা Add Remove Programs এর মাধ্যমে তা করে থাকি।PC Decrapifier একটি এপ্লিকেশন যার মাধ্যমে ইনস্টল থাকা পোগ্রামগুলিকে খুব সাধারন ভাবে এবং লিস্ট হিসাবে পাওয়া যাবে এখান থেকে পোগ্রামগুলিকে আলাদা ভাবে সিলেক্ট করে আন-ইনস্টল করা যাবে।1.58 mb এই এপ্লিকেশনটি ইনস্টলেশনের দরকার নেই এটিকে রান করে Next ট্যাবে ক্লিক করতে হবে,একটি ম্যাসেজ পাওয়া যাবে যেখানে PC Decrapifier ব্রান্ড নিউ কম্পিউটারে ব্যাবহার করা হচ্ছে কিনা তার অপশন পাওয়া যাবে।পিসি যদি ব্রাণ্ড নিউ হয়ে থাকে তবে Yes আর না হলে No সিলেক্ট করে Next ট্যাবে ক্লিককরতে হবে যদি খালি পোগ্রাম ফোল্ডারগুলিকে ডিলিট না করার থাকে তবে এটিকে আনচেক করে দিতে হবে।এখন Next ট্যাবে ক্লিক করলে একটি ওয়ারনিং ম্যাসেজ আসবে এটিকে Ok করে দিলে খালি পোগ্রাম ফোল্ডারগুলি ডিলিট হবে এবং পাওয়া ম্যাসেজটিকে Ok করলে আন-ইনস্টল করতে চাওয়া পোগ্রামগুলির লিস্ট আসবে।পোগ্রাম সিলেক্ট করে Next ট্যাবে ক্লিক করে এগুলিকে আনস্টল করা যাবে।