ডেস্কটপে অনেক এপ্লিকেশন একসঙ্গে ওপেন থাকলে কাজের একটু অসুবিধা হয়ে থাকে আর এগুলিকে সিস্টেম ট্রেতে মিনিমাইজ করলেও জ়ায়গার একটু কমি ম্যায়ষুস হয়ে থাকে।Tryit হচ্ছে একটি ফ্রী এপ্লিকেশন যার মাধ্যমে টাস্কবারে মিনিমাইজ থাকা এপ্লিকেশনগুলিকে কুইকলঞ্চ এরিয়াতে ঘড়ীর পাশে প্লেস করা যাবে।এখানে আরও একটি দারুন সুবিধা হচ্ছে যে প্রত্যেকবারে পোগ্রামগুলিকে আলাদা আলাদা ভাবে প্লেস করার দরকার নেই।অপেন থাকা এপ্লিকেশনগুলিকে ইউসার প্রোফাইলে সেভ করে রাখলেই চলবে,এর পরে যখনই সেভ করা এপ্লিকেশনগুলি Tryit এর সঙ্গে মিলবে এগুলিকে মিনিমাইজ করলেই অটোমেটিক কুইকলঞ্চ এরিয়াতে প্লেস হয়ে যাবে।আর সহজভাবে এটিকে ব্যাবহার করার জন্য অপেন থাকা উইন্ডোটির উপরে থাকা ক্লোস মার্কে শুধুমাত্র রাইট ক্লিক করলেই চলবে।