নানান দরকারে আমরা পিসিতে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে থাকি,এই সমস্ত এপ্লিকেশনগুলি আন-ইনস্টল করলে ম্যানুয়ালী এগুলির খালি ফোল্ডার এবং শর্টকাটগুলিকে ডিলিট করা যায়। সফটওয়্যারগুলি আন-ইনস্টল করলে উইন্ডোসের রেজ্রিস্টী “কী”গুলিকে ম্যানুয়ালী রিমুভ করা যায় না।Little Registry Cleaner একটি অপেনর্সোস এপ্লিকেশন যার মাধ্যমে রেজ্রিস্টী থেকে আনওয়ানটেন্ট আইটেমগুলিকে রিমুভ করা যায়। উইন্ডোসের রেজ্রিস্টী পরিস্কার থাকলে পিসির পার্ফমেন্স ঠিক থাকে।এপ্লিকেশনটি রান করে Scan Registry ট্যাবে ক্লিক করলে রেজিস্ট্রী স্কান শুরু হবে স্কানিং কমপ্লিট হলে এর রির্পোট পাওয়া যাবে।Scan Registry ট্যাবের পাশে থাকা Fix Problems ট্যাবে ক্লিক করেলে উইন্ডোতে Removed Problems from registry ম্যাসেজ আসবে এটিকে Ok করে দিলেই হবে।এছাড়াও চাইলে এপ্লিকেশনটির মাধ্যমে উইন্ডোসের পার্ফমেন্সের জন্য রেজিস্ট্রী অপটিমাইজ এবং রিস্ট্রোর করা যাবে।