ব্যাবহার খুব সহজ : -
আমি এখানে Firefox কে প্যাসওয়ার্ড প্রটেক্ট করতে চাই তাই এপ্লিকেশনটি রান করে File এর পাশে থাকা ব্রাউজ ট্যাবে ক্লিক করে C ড্রাইভ থেকে Firefox এর exe ফাইলটি সিলেক্ট করতে হবে।
এবার প্যাসওয়ার্ড দিয়ে Protect ট্যাবে ক্লিক করলেই File Successfully Protected ম্যাসেটি আসবে এটিকে Ok করে দিয়ে Empathy এপ্লিকেশটি ক্লোস করে দিতে হবে।
এবার প্যাসওয়ার্ড দেওয়া এপ্লিকেশনটি রান করতে গেলেই প্যাসওয়ার্ড দিয়ে রান করতে হবে।





