আমরা অনেক সময় কোন ওয়েবসাইটে নতুন একটা একাউন্ট খূললে হূহূ শব্দে বিনা চিন্তা ভাবনাতেই প্যাসওয়ার্ড যে কোন ধরনের প্যাসওয়ার্ড দিয়ে দিই।আবার হয়ত আমাদের বুঝবার ক্ষমতা থাকেনা কীভাবে একটি শক্তিশালি প্যাসওয়ার্ড ক্রিয়াট করা যায়।এর জন্য আপনি Passwordmeter নামের এই সাইটি ব্যাবহার করে দেখতে পারেন,এখানে আপনি অনলাইনেই চেক করে দেখে নিতে পারবেন আপনার প্যাসওয়ার্ডের কার্যক্ষমতা কতটা।





