অনেক সময় আপনার খোজা ইন্টারেস্টটিং ওয়েবপেজ বা ব্লগের কোন টেক্সট আপনার ভাল লাগলে,আপনি সেই ইন্টারেস্টটিং টেক্সট কনটেন্টগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে চান।আপনি এর জন্য কী করেন আমার মনে হয় আপনি ওয়েবসাইটের লিঙ্কটিই আপনার বন্ধুকে পাঠিয়ে দিয়ে থাকেন,আর আপনার বন্ধু হয়ত লিঙ্কটি ব্রাউজ করলেও আপনার সেই ইন্টারেস্টটিং টেক্সট কনটেন্টগুলি খুজে পায় না।আমি এই সমস্যা সমাধানের জন্য TinyPaste লিঙ্কটি খুজে পেলাম এই লিঙ্কটির মাধ্যমে,দেখুন আপনার অনেক কাজে আসবে।আপনার ইন্টারেস্টটিং টেক্সট কনটেন্টগুলি পেস্ট করে দিন এই সাইটিতে ব্রাউজ করে আর Submit বটনে ক্লিক করে দিন।
এটি সঙ্গে সঙ্গে আপনাকে আপনার টেক্সট কনটেন্টগুলির জন্য মাত্র একটি লিঙ্ক দিয়ে দেবে,এখন আপনি আপনার বন্ধুকে আপনার পাওয়া লিঙ্কটি সেন্ড করে দিন।আপনার বন্ধু লিঙ্কটি ব্রাউজ করলেই তার সামনে শুধুমাত্র আপনার পেস্ট করা টেক্সট কনটেন্টগুলিকেই দেখতে পাবে।
আপনি চাইলে এর জন্য ফ্যায়ারফক্সের জন্য এর প্লাগিং ব্যাবহার করতে পারবেন আমিতো তাই করছি।
টেস্ট করে দেখুন আমি আপনার জন্য আমার লেখা এই টেক্সটির লিঙ্ক দিচ্ছি ক্লিক করে দেখুন





