আমার আগের একটি টিপসে আপনাকে বলেছিলাম কেমন ভাবে পেইন্ট এর মাধ্যমে আপনার পছন্দের ছবির আইকন তৈরী করতে হয়।এটির জন্য সামান্য পরিশ্রমের দরকার ছিল এবার তাও লাগবে না কারন এটি জলের মত সহজ।
Bardicon নামের এই সাইটটিতে ভিসিট করুন আর আপনার পছন্দের ছবি আপলোড করুন আর দেখুন মাত্র কয়েক সেকেণ্ডে আপনার পছন্দের ছবির আইকন তৈরী হয়ে যাবে।ব্যাস আরকী ডাউনলোড করে নিন আপনার কম্পিউটারে।আমি এই কয়েকটি আইকন তৈরী করেছি আমার পছন্দের ছবি দিয়ে,দারুন লাগছে।আপনিও তৈরী করে নিন আপনার পছন্দের ছবির আইকন এই সাইটটিতে ভিসিট করে।






1 comments:
কাজের জিনিস। এক্ষুনি পরীক্ষা করে দেখতে হবে। ধন্যবাদ।