আপনার কি কম্পিউটারে কোন ওয়েবসাইট বা ব্লগ পড়তে কষ্ট হয় বা চোখে প্রেসার পড়ে।তাহলে Vozme নামের এই সাইটটি আপনাকে দারুন কাজ দেবে। হ্যাঁ এই সাইটটির মাধ্যমে আপনি ওয়েবসাইট বা ব্লগের টেক্সটগুলিকে না পড়ে শুনে নিতে পারবেন বা পরে পড়ার জন্য এম পি থ্রি রুপে ডাউনলোড করে রেখে দিতে পারবেন।কী ভাবছেন খুব জটিল ব্যাপার?বিলকুল না খুব সহজ,আপনি Vozme নামের এই সাইটটিতে ভিসিট করুন আর আপনার টেক্সট কনটেন্ট গুলিকে এখানে পেস্ট করে Creat mp3 ট্যাবে ক্লিক করুন আর দেখুন এ আপনাকে আপনার পেস্ট করা টেক্সট কনটেন্ট গুলিকে কেমন পড়ে শুনায়।শুধু তাই নয় এই শুনার মজা নিতে পারবেন মেল বা ফিমেল ভয়েসে।তাই আর দেরি না করে ভিসিট করে ফেলুন সাইটটিতে এখান থেকে।কিন্তু আমার বাঙালী ভাইদের জন্য দুঃখের খবর এটি বাংলা ল্যাংগুয়েজকে সার্পট করে না তবে আমাদের ইন্ডায়ার রাস্ট্রীয় ল্যাংগুয়েজ হীন্দিকে এটি সার্পট করে।