এক্সপিতে পছন্দের ফোল্ডারে এক্সেস করার জন্য একটু মেহনত করতে হয়।সাব ফোল্ডারগুলিতে এক্সেস করার জন্য একটি একটি করে ফোল্ডার খুলে প্রবেশ করতে হয়। আবার যদি একটি ড্রাইভ থেকে অন্য ড্রাইভে ব্রাউজ করার থাকে তবে আবার ব্যাক করে সেটিতে এক্সেস করতে হয়।কখনও কখনও আমাদের একটু বিরক্তি ভাব লাগে এর জন্য তাই ভিস্তার মত খুব সহজেই এই কাজগুলি করা যাবে Visplore নামের এই এপ্লিকেশনটির মাধ্যমে।http://lee-soft.com/visplore/index এখান থেকে 672 কেবির এই এপ্লিকেশন ডাউনলোড করা যাবে। Visplore রান করলে টাস্কবারে এটিকে পাওয়া যাবে এবং এখানে রাইট ক্লিক করে বা Windos + W কি দাবিয়ে এটিকে একটিভ করা যাবে।এর মধ্যে রয়েছে ট্রার্সপারেন্ট এফেক্ট এর সার্চ বক্সে টাইপ করেও পছন্দের ফোল্ডারটিকে খুজে পাওয়া যাবে।