Double Driver রান করার পরে Scan ট্যাবে ক্লিক করলেই পিসিতে থাকা সমস্ত ড্রাইভারগুলিকে পাওয়া যাবে।এখানে ইচ্ছামত ড্রাইভার সিলেক্ট করে বা সমস্ত ড্রাইভারগুলিকে সিলেক্ট করে Backup ট্যাবে ক্লিক করে ড্রাইভারগুলির ব্যাকআপ নেওয়া যাবে।
ব্যাকআপ নেওয়া কমপ্লিট হলে Device Drivers নামের ফোল্ডারটি usb বা সিডিতে ভরে রাখা যাবে,কম্পিউটারে আবার ড্রাইভারগুলি রিস্ট্রোর করার দরকার হলে Device Drivers ফোল্ডারটির ভিতরে থাকা Double Driver আইকনটিতে ক্লিক করে রিস্ট্রোর করা যাবে।






