কিছুদিন আগে একটি টিপসে বলেছিলাম যে কোন স্ট্রিমিং মিউস্যিক কিভাবে রেকডিং করা যায়।এবার আরও একটি ইন্টারেস্টটিং জিনিস Screamer Radio কে টেস্ট করার সময়।নেটে অনেক সাইট আছে যেখান থেকে স্ট্রিমিং মিউস্যিক শুনা যায়। Screamer Radio এর মাধ্যমে ফ্রীলীভাবে ইন্টারনেট রেডীও শোনা যায় আর সবচেয়ে দারুন ব্যাপার যে পোর্টবেল হবার কারনে সবজায়গাতেই এটি কাজ দেবে। http://www.screamer-radio.com/download/ এখানে Screamer Radio এর দুটি ভার্সন পাওয়া যাবে।আমি এর পোর্টবেল ভার্সনটি ব্যাবহার করছি এপ্লিকেশনটি রান করে Preset থেকে যেমন খুশি রেডীও স্টেশন প্লে করা যাবে।






