ইনস্টলেশনের পরে যে ফোল্ডারের মধ্যে ইনস্টল হয়েছে সেখান থেকে এপ্লিকেশনটি রান করতে হবে,সবচেয়ে উপরে থাকা Hide Group অপশনে ডানদিকে Add ট্যাবে ক্লিক করলেই উইন্ডোতে যে সমস্ত এপ্লিকেশন রানিং আছে সেগুলিকে পাওয়া যাবে। যাবে।এখানে হাইড করতে চাওয়া এপ্লিকেশনটি সেলেক্ট করে Ok করে দিতে হবে।যদি ক্যারেন্টলী রানিং নেই এরকম এপ্লিকেশন এড করার থাকে তবে Brows ট্যাবে ক্লিক করতে হবে। এপ্লিকেশন এড হবার পরে Test ট্যাবের পাশে হট-কী দিতে হবে এবং Test ট্যাবে ক্লিক করে ওকে করে দিতে হবে।এখন দেওয়া হট-কী’র মাধ্যমে সমস্ত এপ্লিকেশনকে হাইড বা সো করা যাবে।
Hide Group এর নিচে Hide Window থেকে এক্টিভ বা হিডেন উইন্ডোর জন্য হটকী সেলেক্ট এবং অনান্য অপশন চেক করা যাবে।
Additional সেক্সন থেকে screensaver,মনিটার,মুট সাউন্ড এই সমস্তর হটকী সেলেক্ট করা যাবে।
Note : – Hide Window Plus এপ্লিকেশনটি Full ভার্সনে পরিনত করতে যদি কোন প্রবলেম হয় তবে এখানে জানাতে পারেন।






