1.ফোল্ডারটিকে রাইট ক্লিক করে এর একটি শর্টকাট ক্রিয়েট করতে হবে।
2.শর্টকাটির নাম যদি খুব বড় থাকে তবে চাইলে Rename করে এর নাম ছোট করে নিতে হবে।(অপশোন্যাল)
3. Rename করা ফোল্ডারটিকে কাট-পেস্ট করে উইন্ডোর ডাইরেক্টরীতে রাখতে হবে।যেমন C:\WINDOWS এখানে উইন্ডোস কোন ড্রাইভে ইনস্টল আছে সেটির উপর ডিপেন্ড করছে।
Run এ গিয়ে WINDOWS ভিতরে রাখা মানে Rename করা ফোল্ডারটি টাইপ করলেই এটি এক্সেস হবে।
একটি উদাহরন হিসাবে আমার E:\MY PHOTO নামের ফোল্ডার আছে যেটিকে আমি PHOTO করে C:\WINDOWS এর ভিতরে রেখেছি তাই আমি Start > Run থেকে photo টাইপ করে ফোল্ডারটিকে এক্সেস করবো।






