সাধারনত Command Prompt এ কোন ফাইল কপি করার থাকলে তাকে ম্যানুয়ালী টাইপ করে তবে কপি করা যায়।Drop Command একটি ফ্রী এপ্লিকেশন যার মাধ্যমে শুধুমাত্র ড্রাগ করে যে কোন ফাইল কপি করা যাবে।সাধারনত যারা খুব বেশী Command Prompt ব্যাবহার করে থাকেন তাদের জন্য এই এপ্লিকেশনটি দারুন কাজ দেবে। Drop Command এপ্লিকেশনটি রান করলে সিস্টেম ট্রেতে এটি রানিং থাকে এবং এই সময় Command Prompt এ কোন ফাইল কপি করার থাকলে শুধুমাত্র ফাইলটিকে ড্রাগ এন্ড ড্রপ করে তা করা যাবে।