Drive Namer একটি ফ্রী এপ্লিকেশন যার মাধ্যমে খুব সহজেই মাত্র তিনটি স্টেপে ড্রাইভের নাম চেজ্ঞ করা যাবে যখন খুশী। Drive Namer এপ্লিকেশনটি ইনস্টলেশনের কোন দরকার নেই,এপ্লিকেশনটি রান করে বাঁ দিকে থাকা ড্রপ-ডাউন বক্স থেকে যে ড্রাইভের নাম চেজ্ঞ করা হবে সেটিকে সেলেক্ট করে Drive Name বক্সে পছন্দের নাম দিয়ে Set ট্যাবে ক্লিক একাবার রিফ্রেশ করলেই কাজ শেষ।