Tintii Photo Filter একটি ছোট্ট টূল যার যার মাধ্যমে খুব সাহায্যে ইমেজের মধ্যে ক্যালার সেপারেশান এফেক্ট দেওয়া যাবে।Photoshop বা অন্য কোন ভারী এবং ক্রিটিক্যাল এপ্লিকেশের থেকে এটি দারুন সহজ এবং পক্ষে ব্যাবহারের উপযোগী হ্যান্ডী টূল।এপ্লিকেশটির মধ্যে কোন ইমেজ লোড করলেই এটি ইমেজটি থেকে ক্যালার প্রোফাইলগুলিকে বের করে ফেলে।এখানে ক্যালার বা ব্লাক এন্ড হোয়াইট প্রোফাইলটি নিয়ে নিলেই হবে,কোন রকম ট্রেসিং বা অন্য কোন ঝামেলা ছাড়াই।এপ্লিকেশটি রান করে যে কোন ইমেজ ওপেন করে সাইডবার থেকে কোন ইমেজটি পছন্দ সেটি সেলেক্ট করে নিতে হবে।এছাড়াও চাইলে ডানদিকে থাকা Thums এ ক্লিক করে এর পরস্পর স্টেপগুলি থেকেও পছন্দের ইমেজটি বেছে সেভ করে নেওয়া যাবে।