আমরা সাধারনত কোন Usb বা Cd ডিস্ক প্রবেশ করালে উইন্ডোসে এর একটি পপ-আপ ক্রিয়েট হয় এবং এর পর মাই কম্পিউটার ওপেন করে সেখান থেকে এটিকে এক্সেস করতে হয়। Desk Drive একটি ফ্রী এপ্লিকেশন যার মাধ্যমে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।এপ্লিকেশনটি ইনস্টল করার পরে এটিকে সিস্টেম ট্রেতে পাওয়া যাবে এবং এখান থেকেই এটিকে কন্ট্রোল করা যাবে। এখন Usb বা Cd ডিস্ক প্রবেশ করালেই ডেস্কটপে এর একটি শর্টকাট ক্রীয়েট হবে।