আমার আগের একটি টিপসে পোগ্রাম Luncher jetstart menu এর কথা বলেছিলাম এবার এই UtlityLuncher এর খোজ পেলাম। UtlityLuncher হচ্ছে একটি ছোট্ট পোগ্রাম Luncher যার মাধ্যমে পিসিতে ইনস্টল থাকা পোগ্রামগুলিকে একটি জায়গাথেকে ওপেন করা যাবে।ডেস্কটপে একসঙ্গে অনেকগুলি পোগ্রাম শর্টকাট থাকলে ডেস্কটপ দেখতে নোংরা লাগে,তাই ডেস্কটপ পরিস্কার রাখাতে এই ছোট্ট ফ্রী-ওয়্যারটি ব্যাবহার করা যেতে পারে।এটি রান করে এর মধ্যে পোগ্রামগুলির .exe ফাইলটি এড করে দিলেই হবে,এই ভাবে সমস্ত পোগ্রামগুলির .exe ফাইল এড করে এটিকে সেভ করে রাখতে হবে। এর পর শুধুমাত্র UtlityLuncher কে ডেস্কটপে রেখে বা এটিকে রান করলে এখান থেকেই সমস্ত পোগ্রামগুলিকে এক্সেস করা যাবে।