http://www.otakusoftware.com/deskspace/ এই সাইটটি থেকে।আমি এটি বেশ কিছুদিন ধরে ব্যাবহার করছি দারুন লাগছে,আপনিও ট্রাই করে দেখতে পারেন।
সফটওয়্যারটি রান করলে টাস্কবারে থাকা আইকনটির উপর রাইট ক্লিক করে এর সেটিং বা অনান্য অপশনগুলি পাওয়া যাবে।
এর ব্যাবহারগুলি : -
এর মাধ্যমে একসঙ্গে ব্যাবহার করা যাবে ছটি ডেস্কটপ।
প্রত্যেকটি ডেস্কটপের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার ব্যাবহার করা যাবে।
প্রত্যেকটি ডেস্কটপের জন্য পছন্দের আইকন রাখা যাবে আলাদা আলাদা ভাবে।
শুধুমাত্র হট-কী”র মাধ্যমে প্রয়োজনীয় ডেস্কটপটি রান করা যাবে।
পিসি ছেড়ে উঠতে হলে দরকারী ডেস্কটপটিকে হাইড করে রাখা যাবে।
প্রত্যেকটি ডেস্কটপে রান করা যাবে আলাদা আলাদা পোগ্রাম।
প্রত্যেকটি ডেস্কটপে তৈরী করে রাখা যাবে আলাদা আলাদা Application Rules
প্রত্যেকটি ডেস্কটপের জন্য আলাদা উইন্ডো সেট করে রাখা যাবে।
এছাড়াও আরও কীছু ব্যাবহার রয়েছে এর।





