কম্পিউটারের রেজেস্ট্রী হচ্ছে স্পেশাল ফাইল যেগুলি উনন্ডোসের সেটিংগুলি ধরে রাখে।এগুলির পরিবর্তন করে ইন্টারনেটের স্পিড বাড়ানো,ড্রাইভ লুকিয়ে রাখা,ফোল্ডার অপশন লুকিয়ে রাখা ইত্যাদি আরও অনেক কাজ করা যায়।রেজিস্ট্রির ভ্যালু পরিবর্তন বা অনান্য পরিবর্তন করাটা একটা রিস্কি কাজ।দূভার্গ্যজনকভাবে সকলের কাছে রেজেস্ট্রী বন্ধুত্তপূর্ন জায়গা মনে হয় না।
একটি ভুল ভ্যালু উনন্ডোসের অজানা প্রবলেম হয়ে দাড়াতে পারে।এখানেই কাজ দেবে Tweaknow winsecret নামের এই সফটওয়্যারটি।
এর মাধ্যমে রেজেস্ট্রীর পরিবর্তনটা সকলের কাছে মস্কার মত লাগবে,এটি উনন্ডোসের আসল রেজেস্ট্রীর কোনরকম পরিবর্তন না ঘটিয়ে রেজেস্ট্রীর পরিবর্তন করতে পারে।এর মধ্যে রয়েছে Windows XP/Vista সবচেয়ে বেশি ব্যাবহার করা রেজেস্ট্রীগুলি যার মাধ্যমে রেজেস্ট্রীর পরিবর্তন করা যায় সহজ ভাবে।সেটিংগুলি ডিভাইডেড করা আছে Applications,Control Panel,Deskto,Miscellaneous,Network & Internet,OEM Info,Special Folders,Start Menu, User Accounts,Windows Core,Windows Exploreএই সমস্ত এপ্লিকেশন অনুযায়ী।
এখানে পছন্দের এপ্লিকেশন সিলেক্ট করে তার রেজ়ীস্ট্রীর পরিবতর্ন করা যানে উনন্ডোসের আসল রেজ়ীস্ট্রীতে হাত না দিয়েও।





