কিছুদিন আগে আমার একটি পোস্টে ফ্যায়ারফক্সের একটি এড-অন্সের কথা বলে ছিলাম যার মাধ্যমে ডাউনলোড করার আগেই দেখা নেওয়া যাবে রার বা জিপ ফাইলের মধ্যে কি আছে।এখন একটি ওয়েবসাইটের খোজ পেলাম যেখানে অনলাইনেই 7z, ZIP, GZIP, BZIP2, TAR, RAR, CAB, ISO, ARJ, LZHCHM, Z, CPIO, RPM, DEB and NSIS এই সমস্ত ফাইলগুলি uncompress করে নেওয়া যাবে।মাক্সিমাম ১০০ এমবি ফাইল uncompress করে নেওয়া যাবে আর সবচেয়ে বড় কথা এখানে কোন রকম সাইন আপ ও অনান্য মগজমারীর ব্যাপার নেই।
http://wobzip.org সাইটিতে ভিসিট করে Choose file বক্সে বা Browse ট্যাবে ক্লিক করে ফাইল সিলেক্ট করতে হবে,ফাইল যদি প্যাসওয়ার্ড প্রটেক্ট থাকে তবে Password protected? বক্সে প্যাসওয়ার্ড দিয়ে Browse এর পাশে থাকা webzip ট্যাবে ক্লিক করলেই ফাইলটি uncompressed হয়ে যাবে। uncompressed হবার পর যে ফাইলটি দরকার সেটিকে ডাউনলোড করে নেওয়া যাবে।
Kindly Bookmark this Post using your favorite Bookmarking service:
Related Posts: Usefull Website,
Web Tools
YOUR ADSENSE CODE GOES HERE