Feedburner এ যাদের একাউন্ট আছে তাদের ব্লগ Feedburner থেকে ডায়রেক্ট বার্ন হয়ে ব্লগে রিসেন্ট পোস্ট ডীসপ্লে করে।রিসেন্ট পোস্ট,কমেন্টস বা আদ্যার কিছু সার্ভিসের জন্য Feedburner একটি অসম সার্ভিস।Feedburner থেকে ফীড বার্ন হয়ে ব্লগে রিসেন্ট পোস্ট ডীসপ্লে করলেও এখানে শুধুমাত্র টেক্সটগূলী ডীসপ্লে হয়ে থাকে।এই রিসেন্ট পোস্টগুলিকে ব্লগে যদি ইমেজের সঙ্গে thumbnails প্রিভিতে ডীসপ্লে করা যায় তবে ব্লগের লুক আরও বেটার লাগে।এক্সস্যামপেল হিসাবে My Btrick ব্লগের রিসেন্ট পোস্ট thumbnails widget দেখা যাবে।এই widget টি রিসেন্ট পোস্টগু্লিকে thumbnails প্রিভিউতে ডীসপ্লে তো করেই তার সঙ্গে এর একটি খাসীয়াত হচ্ছে পোস্টগুলিতে পাওয়া কমেন্টস ডীসপ্লে করে থাকে।নিচের ইমেজ়টিতে এর এক্সস্যামপেল দেখা যাবে।
- রিসেন্ট পোস্ট thumbnails widget টি ব্লগে প্লেস করার জন্য নিচের প্রস্যেস ফলো করতে হবে।
- ব্লগার এক্যাউন্টে লগিং করতে হবে।
- Layout থেকে Page Elements এ ক্লিক করতে হবে।
- এখন Add a Gadget ট্যাবে ক্লিক করে একটি নিউ HTML/JavaScript নিতে হবে।
- Configure HTML/JavaScript উইন্ডোতে নিচের কোডটি কপি-পেস্ট করে সেভ করতে হবে।
<script language="JavaScript">
imgr = new Array();
showRandomImg = true;
boxwidth = 298;
cellspacing = 8;
borderColor = "#ffffff";
bgTD = "#000000";
thumbwidth = 40;
thumbheight = 40;
fntsize = 12;
acolor = "#666";
aBold = true;
icon = " ";
text = "comments";
showPostDate = false;
summaryPost = 40;
summaryFontsize = 10;
summaryColor = "#666";
icon2 = " ";
numposts = 6;
home_page = "http://mybtrick.blogspot.com/";
</script>
<script src=" http://www.yourjavascript.com/310040192124/recentposts
_thumbnail%20%5Bmybtrick%5D.js " type="text/javascript"></script>
- এখানে রেড ক্যালারড টেক্সটি নিজের ব্লগ Url এর সঙ্গে রিপ্লেস করতে হবে।এখন টেমপ্লেত সেভ করে ব্লগ প্রিভিউ দেখলে রিসেন্ট পোস্টগুলিকে thumbnails প্রিভিতে পাওয়া যাবে।
- : Customization : -
এখানে কাস্টমাইজেশনের জন্য অনেককিছুই রয়েছে কিন্তু আমি শুধুমাত্র ক্যালারড দিয়ে হাইলাইটেড টেক্সটগুলির ব্যাপারেই লিখছি।এক্সপেক্ট করছি অদ্যার কাস্টমাইজেশনগুলি নিজে থেকেই করে নিতে পারবেন।সবচেয়ে উপরে ব্লু টেক্সটে রয়েছে thumbwidht এটি ডীসপ্লে thumbnails সাইজে,এখানে নিজের ইচ্ছা মত সাইজ স্যেলেক্ট করা যাবে।গ্রীন ক্যালারে থাকা numposts এ কতগুলি পোস্ট ডীসপ্লে হবে তার নাম্বার রিপ্লেস করতে হবে।মোস্ট ইমপটেন্ট হচ্ছে পিঙ্ক ক্যালারের টেক্সটি এটিকে নিজের ব্লগ url এর সঙ্গে রিপ্লেস করতে হবে।সবচেয়ে শেষে ব্রাউন ক্যালার দিয়ে হাইলাইটেড করা জাভা স্ক্রিপ ফাইলটি নিজের সার্ভারে আপলোড করে নেওয়ার জন্য রিক্যুয়েস্ট থাকলো।রিসেন্ট পোস্ট thumbnails widget টির ক্রেডিট bloggertricks এর। thanks bloggertricks.