ছবিকে কোন স্পেশাল লুক বা এডিটিং করার জন্য Photoshop বা অন্য কোন স্পেশাল এপ্লিকেশকে শেখার দরকার থাকে।কেমন হয় যদি এই সমস্ত না জেনেও দারুন ভাবে কোন ছবিকে বদলে এবং কুল লুক দেওয়া যায়? Photofunia হচ্ছে একটি ওয়েব সার্ভিস যার মাধ্যমে Photoshop এর মাস্টার পিসকেও মুশকিলে ফেলে দেওয়া যাবে। photofunia ওয়েবপেজটি ব্রাউজ করে পছন্দের ফ্রেম বা স্টাইল বেছে photo আপলোড করে নিয়ে নেওয়া যাবে photo বা ছবির সেক্সী সেক্সী স্টাইল।ট্রাই করে দেখুন সত্যিই মজা এসে যাবে।