আপনি যদি নতুন ফ্লোর বা বাড়ি তৈরী করার কথা ভেবে থাকেন তবে floorplanner এর সার্ভিসটি ট্রাই করে দেখতে পারেন। floorplanner একটি ওয়েব সার্ভিস যার মাধ্যমে ফ্লোর বা বাড়ি তৈরীর কোন অভিজ্ঞতা না থাকলেও 3D প্ল্যান করে দেখে নিতে পারবেন ডিসাইনটি। floorplanner এ ফ্লোর বা বাড়ির প্ল্যান বানানো দারুন সহজ,এটিকে ব্যাবহার করার জন্য শুধুমাত্র একটি একাউন্টের দরকার আছে।প্ল্যান তৈরী করে 3D দেখার জন্য এর ফ্রী সার্ভিসটিই কাফি,তবে এর পেইড একাউন্টের বিশেষ কিছু সুবিধা রয়েছে।আমি আমার জন্য একটি তৈরী করে দেখলাম ট্রাই করে দেখতে পারেন।