আমার আগের কিছু টিপসে ফোল্ডার লক এবং ড্রাইভ লক করার জন্য কয়েকটি সফটওয়্যারের কথা বলেছিলাম।এবার শুধুমাত্র ছবি লক করার জন্য এই ৩২ কেবির এই ছোট্ট সফটওয়্যারটি খুজে পেলাম,ব্যাবহার করে দেখলাম ভালই লাগছে তাই শেয়ার করছি। Lockimageনামের এই সফটওয়্যারটির মাধ্যমে যে কোন ইমেজকে প্যাসওয়ার্ড প্রোটেক্ট করা যাবে।কম্পিউটারে যদি কোন গুপ্ত ছবি থাকে এবং অন্য কারও নজর থেকে ইমেজটিকে বাঁচিয়ে রাখতে হয় তবে এই Lockimage কে ব্যাবহার করা যাবে।
গুগল কোড লক ইমেজ
http://code.google.com/p/lockimage এখানে ভিসিট করে জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ LockImage-0.1-bin.zip করে রান করলেই হবে।এটি রান করলেই সামনে যে উনন্ডো আসবে তার File অপশনে গিয়ে ইমেজটি লোকেশান দেখিয়ে দিলেই ইমেজটি এর মধ্যে অপেন হবে,এবার আর একবার File এ গিয়ে Save As করলেই প্যাসওয়ার্ডের উনন্ডো আসবে এখানে প্যাসওয়ার্ডের দিয়ে সেভ করলেই ইমেজটি প্যাসওয়ার্ড প্রোকেক্ট হয়ে যাবে।এর পর থেকে ইমেজটি অপেন করতে হলে প্যাসওয়ার্ড দিয়ে অপেন করতে হবে।





