আমি অফিসের কম্পিউটারে কাজ করি বা না করি কাজের ফাঁকে পিসিতে কাটি মারতে ছাড়ি না।আর নেটে কিছু ইন্টারেস্টটিং জিনিস পেলে তো আর কথাই নেই চোখের পলক পড়াও একটু মুশকিল হয়ে পড়ে।আমি নিজের ক্ষেত্রে অনেক লক্ষ্য করেছি একভাবে অনেকটা সময় কম্পিউটারে কাজ করলে চোখে সামান্য একটু অসুবিধা হয়ে থাকে।এই চোখের সামান্য অসুবিধাটা ধিরে ধিরে মাথায় এফেক্ট করে আর মাথার যন্ত্রনা শুরু হয়ে যায়।টয়লেটে গিয়ে চোখে একটু জলের ঝাপটা মারলে সামান্য একটু আরাম পাওয়া যায়।অফিসে ন-ঘন্টা ডিউটি মারার পর আবার ঘরে প্রায় রাত ১২ টা পর্যন্ত পিসিতে কাটি মারতে থাকি।আমি এটা ভাল ভাবেই জানি কম্পিউটারে বা নেটে কোন ইন্টারেস্টটিং জিনিস পেলে তখন চোখে জলের ঝাপটা মারা তো দুর-কি বাত পিসি ছেড়ে ১ মিনিট ওঠার কথাটাও মনে থাকে না।কেমন হত যদি কেউ কিছুটা সময় অন্তর আপনাকে চোখে জল দেবার বা সামান্য একটু রিলাক্স করার বা খাবার সময় মনে করিয়ে দিত।
চোখের রেস্ট
হাতের বিরাম
ড্রিক বা ঘোরাফেরা করার সময়
খাবার সময়
হ্যাঁ এটা সম্বভ এটা করতে পারে EyeLoveU নামের এই ৯৮৭ কেবির এই সফট্ওয়্যারটি।এটি আপনাকে সময় সময় রিলাক্স করার বা খাবার সময় মনে করিয়ে দেবে।
এই সফট্ওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন আর আপনার টাস্কবারে থাকা আইকনটির উপর রাইট ক্লিক করে Open অপশনটি থেকে আপনার ইচ্ছা মত সময় দিয়ে সেভ করে রাখন আর দেখুন এটি কেমন ভাবে আপনার খেয়াল রাখে।





