আমি আমার ঘরের পিসিতে ফ্যায়ারফক্স ব্যাবহার করি আর অফিসে কোন উপায় না থাকার জন্য আই-ই ব্যাবহার করি।আমার এই http://amitsantra.wordpress.com নামের বাংলা ব্লগটি ফ্যায়ারফক্সে ঠিক যেমন ভাবে তৈরী করেছি সেইরকমই দেখায়,কিন্তু প্রথমবার যখন এটিকে অফিসের পিসিতে মানে আই-ই তে দেখি একটু অবাক হই। আই-ই তে এটি সম্পূর্ন ভিন্ন ভাবে দেখায়।যাই হোক আমার এই পোস্টটির বিষয় বস্তু হচ্ছে আপনি দেখে নিতে পারবেন আপনার তৈরী ওয়েবসাইট বা ব্লগটি অনান্য ব্রাউজারে কেমন দেখাবে।আপনি এটি দেখে নিতে পারবেন Browsershots নামের এই সাইটির মাধ্যমে।
আপনার ইউরিয়াল লিঙ্কটি এন্টার করে সাবমিট ট্যাবে ক্লিক করলেই এই সাইটি আপনাকে দেখাবে আপনার ব্লগ বা সাইটি গুগল চ্রোমের,অপেরা,আই-ই,ফ্লোক,সিমাঙ্কি এবং আরও নানান ব্রাউজারের বিভিন্ন ভার্সনে কেমন দেখাবে।শুধু তাই নয় এটি ব্রাউজারের সঙ্গে সঙ্গে বিভিন্ন অপারেটিং সিস্টেমে আপনার ব্লগ বা সাইটি কেমন দেখাবে তাও আপনাকে স্কিনসর্টের মাধ্যমে দেখিয়ে দেবে।





