আপনি কী এ-সপ্তাহে ইন্টারনেটে নতুন কিছুর খোঁজ পেলেন না তাই বোর ফিল করছেন তাহলে File Title নামের এই সাইটটি ভিসিট করুন একটু মজা পাবেন।এখানে আপনি আপনার যা খুশি লিখে তাকে উল্টো বা বিপরীত ভাবে কেমন দেখাবে তা দেখে নিতে পারবেন,নিচের ছবির মত।
নামের এই সাইটটিতে আপনার টেক্সটগুলিকে বিপরীত ভাবে দেখা ছাড়া বিশেষ কিছু না থাকলেও আপনি এটিকে বিশেষ ভাবে কাজে লাগাতে পারবেন।উলটো টেক্সটগুলিকে দিয়ে আপনি শক্তিশালী প্যাসওয়্যার্ড তৈরী করতে পারবেন।আপনার ব্লগের বা সাইটের লুক ইনক্রিস করতে পারবেন।আপনার বন্ধুর সঙ্গে মজা করতে পারবে।





