গুগল chatback badge ব্লগের ভিসিটরকে কোনরকম এক্যাউন্ট ছাড়াই ব্লগ এডমিনের সঙ্গে ডায়রেক্টলী চ্যাটিং করার সুযোগ দেয়।ব্লগের ভিসিটরদের অনেক সময়ই বিভিন্ন দরকারে ব্লগ এডমিনের সঙ্গে চ্যাটিং করার দককার পড়ে থাকে।chatback badge ব্লগের এডমিনের অনলাইন বা অফলাইন স্ট্যাটাস ব্লগে ডীসপ্লে করে থাকে।ব্লগ এডমিন তার গুগল এক্যাউন্টে লগিং করে থাকলে তার স্ট্যাটাসে ক্লিক করলে একটি popup উইন্ডো ওপেন হবে এখান থেকেই ভিসিটর ব্লগ এডমিনের সঙ্গে চ্যাটিং করতে পারবে।অন্যদিকে এডমিন তার ইনবক্সে ভিসিটরের ম্যাসেজ পাবে এবং এখান থেকেই তার রিপ্লাই দিতে পারবে।গুগল chatback badge এর এক্সস্যামপেল হিসাবে My Btrick ব্লগের গুগল chatback badge দেখা যাবে।
গুগল chatback badge ক্রিয়েট এবং ব্লগে প্লেস করার জন্য
- http://www.google.com/talk/service/badge/New এখানে ক্লিক করুন।
- যদি আগে থেকেই ব্রাউজারে গুগল এক্যাউন্টে লগিং করা থাকে তবে ডায়রেক্টলী badge কোড পেজ়ে ব্রাউজ হবে,লগ্যিং না থাকলে ইউস্যার আইডী প্যাসওয়ার্ড দিয়ে লগ্যিং করতে হবে।
- লগ্যিং হলে Here's your badge: টেক্সটির নিচে badge লাইভ প্রিভিউ দেখা যাবে।
- যদি badge এ চেঞ্জেস করার দরকার থাকে তবে Edit ট্যাবে ক্লিক করে এর অপশনগুলি পাওয়া যাবে।
- এখন Update badge এ ক্লিক করে নিচের কোডটি কপি করে নিতে হবে।
- ব্লগার এক্যাউন্টে লগিং করে Layout >Page Elements > Add a Gadget থেকে একটি নিউ HTML/Javascript এ কোডটি পেস্ট করতে হবে।
গুগল chatback badge popup উইন্ডো