আমার আগের একটি পোস্টে এক্সপির ফোল্ডারে নিজের ইচ্ছামত ছবির ব্যাকগ্রাউন্ড যোগ করার জন্য একটি পোস্ট লিখেছিলাম।এখন আর একটি এপ্লিকেশন Windowpaper কে পেলাম যার মাধ্যমে সহজেই এক্সপির ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড প্লেস করা যাবে।নিচের লিঙ্ক থেকে এপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন এবার ডেস্কটপ বা Start > All Programs থেকে ওপেন করুন। আমার মনে হয় না এটির জন্য বিস্তারিত কিছু লেখার দরকার আছে কারন এটি ব্যাবহার করা আগেরটির মতই দারুন সহজ।
আমি জানি না আমার এই টিপস টি এখানে পোস্ট করা ঠিক কিনা, আমি এই মজাদার Command Prompt এর টিপস টি আপনার সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না।তবে আমার অনুরোধ এটি ছোটদের সঙ্গে শেয়ার করবেন না,আর আমি নিজেও ছোটদের এটি না করার জন্য অনুরোধ করছি।আমার আগের একটা পোস্টে Command Prompt এর মাধ্যমে স্টার ওয়ার মুভি দেখার টিপস দিয়েছিলাম,এবার আর একটি মজাদার জিনিস।