গানের মত আপনার Firefox ব্রাউজারে ফাস্ট ফরওয়াডের অপশন যোগ করা যাবে।এর মাধ্যমে আপনার ইন্টারনেট ব্রাউজ করতে আরও সুবিধা হবে।
কিভাবে কাজ করে ?
আমরা সাধারনত কোন ওয়েব পেজের মধ্যে ঢুকলে ইণ্টারেস্টটিং কিছু দেখলে তাতে ক্লিক করি আর সেই পেজটি ওপেন করি। Firefox এ এই এড অনটি ইনস্টল করার পর আর আপনাকে তা করতে হবে না,কারন এর মাধ্যমে আপনি আপনার ইণ্টারেস্টটিং কনটেন্ট না দেখেও সেই পেজটির মধ্যে প্রবেশ করতে পারবেন ফাস্ট ফরওয়াডের বটনে ক্লিক করে।
আপনার আগে যারা ব্রাউজ করা পেজটির মধ্যে প্রবেশ করেছে এবং যে যে ইণ্টারেস্টটিং কনটেন্টগুলি দেখেছেন আপনি ও সেখানে অটোমেটিকালি প্রবেশ করে যাবেন।আপনার ব্রাউজারে ব্রাউজ করা পেজগুলির ক্ষেত্রেও এটি কাজ করবে।এছাড়াও আরও অনেক সুবিধা রয়েছে এর মধ্যে।





