আমি জানি না আমার এই টিপস টি এখানে পোস্ট করা ঠিক কিনা, আমি এই মজাদার Command Prompt এর টিপস টি আপনার সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না।তবে আমার অনুরোধ এটি ছোটদের সঙ্গে শেয়ার করবেন না,আর আমি নিজেও ছোটদের এটি না করার জন্য অনুরোধ করছি।আমার আগের একটা পোস্টে Command Prompt এর মাধ্যমে স্টার ওয়ার মুভি দেখার টিপস দিয়েছিলাম,এবার আর একটি মজাদার জিনিস।
Ctrl + R দাবিয়ে Run এ গিয়ে Cmd টাইপ করে “Command Prompt”ওপেন করুন,এবার “Command Prompt”এ নিচের টেক্সটি লিখে Enter মারুন।
TELNET GW.BOSTON.RU
এবার আপনার “Command Prompt”কে দেখুন একটা অবাক কাজ করবে।





