আমার আজও মেনে পড়ে সেই দিনটির কথা যেদিন আমি নিজে প্রথম Windows Xp সেটাপ দিয়েছিলাম।সেটাপ দেবার আগে আমি কত চিন্তা করেছিলাম কিভাবে সেটাপ দেব এই নিয়ে।তখন যদি এই এপ্লিকেশনটি পেতাম তাহলে আমাকেও দারুন ভাবে কাজ দিত।আমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন কারনে Windows Xp ফরম্যাট বা নতুন করে সেটাপ দেবার হয়ে থাকে।এক্সিপ্যারিয়েন্স ইউস্যার যারা তারা নিজেরাই এই কাজটি করে ফেলে।কিন্তু যাদের Windows Xp সেটাপ দেবার বিষয়ে এক্সপ্যারিয়েন্স নেই তারা সেটাপ দিতে ভয় পেয়ে থাকে।ফলে সেটাপ দেবার ব্যাপারে কোন টেকনিক্যালী ব্যাক্তির কাছে যেতে হয়,এর জন্য খরচও হয়ে থাকে।তাই যাদের সেটাপ দেবার বিষয়ে এক্সিপ্যারিয়েন্স নেই তারা Windows Xp Setup Simulation ট্রাই করে দেখতে পারেন। Windows Xp Setup Simulation দেবে স্টেপ বাই স্টেপ Xp ইনস্টলেশন গাইড।নিচের দেওয়া লিঙ্ক থেকে র্যার ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিন এবং Windows Xp Setup Simulation ফাইলটি রান করুন।এখন এর স্টেপ বাই স্টেপ প্রস্যেস ফলো করতে হবে এটি ঠিক অরজীন্যাল Windows Xp সেটাপ দেবার মতই ফিল দেবে।