আমি Windows Xp ব্যাবহার করি আমার Windows 7 বা Vista এগুলির সম্পর্কে স্পেশাল কোন এক্সপেরিয়েন্স নেই।তবে যতদুর জানি Windows Xpবা Vista এই সমস্ত অপারেটিং সিস্টেমের থেকে Windows 7 আরও দারুন এডভান্স এবং এর লুক আরও ভাল। Windows Xp বা Vista ব্যাবহারকারীরা লগঅন স্ক্রিন চেঞ্জ করে Windows 7 এর মত করতে চাইলে নিচের লিঙ্ক থেকে Windows 7 logon প্যাকটি ডাউনলোড করতে পারেন।প্যাকটির মধ্যে Windows 7 এর তিনটি লগঅন স্ক্রিন পাওয়া যাবে।