ওয়ার্ডপ্রেসে আমার ব্লগ রাইটিং এর এক্সপেরিন্স খুব বেশি দিনের নয় তবুও WordPress যে ব্লগিং এর জন্য একটি মোস্ট স্লো-প্লাটফর্ম এ বিষয়ে আমার মত প্রায় সমস্ত WordPress ব্লাগারদের এক্সপেরিন্স আছে। ওয়ার্ডপ্রেসে বেশ কিছু ভাল ফীচার থাকলেও ইমেজ আপলোড,পোস্ট আপডেট বা নিউ পোস্ট পাবলীশ এই সমস্ত বিষয়েই WordPress অনান্য ফেমাস ব্লগিং প্লাট-ফর্ম এর থেকে দারুন স্লো।এছাড়াও বাংলা ফন্ট প্রবলেম একটি মোস্ট ফেমাস প্রবলেম।ওয়ার্ডপ্রেসে ব্লগে পোস্ট পাবলীশ এবং ফন্ট প্রবলেম এর জন্য ই-মেল বা outlook express ইউস করা হয়ে থাকে।Scribefire ফ্যায়ারফক্সের একটি অসম এড-অন্স যে WordPress এর এই সমস্ত প্রবলেমগুলি থেকে ফ্রীডম দেবে।Scribefire এড-অন্সটি ইনস্টল করার পরে এটি সিম্পলভাবে ব্রাউজারে এড হয়ে যায়।প্রথম বার রান হলেই এটি ব্লগ এড করার জন্য প্রমোট করে থাকে এখানে নিজের ব্লগ এড করে দিতে হবে।পরে চাইলে Blogs > add থেকে যতগুলি খুশি ব্লগ এড করা যাবে। WordPress এবং Blogger এই দুটি ব্লগিং প্লাট-ফর্মকেই সার্পট করে থাকে।Scribefire থেকে ব্লগ রাইটিং,ফন্ট সাইজ বা ফন্ট স্ট্যাইল,ক্যাটাগরী,পেজ,ইমেজ,নোট সেভ ভিডিও এবং ডায়রেক্ট ব্লগে পোস্ট এভ্রিথিং মেনটেন্ট করা যাবে।