ফাইল হাইড করার জন্য অনেক এপ্লিকেশন আছে যেমন Free hide folder,Folder lock ইত্যাদি।আমি আর একটি এপ্লিকেশন ইউস করে দেখলাম যেটি Wavecipher,এটি ফাইল হাইড করে একটু ডীফরেন্ট ভাবে।পিসিতে সেনস্যেটিভ ডাটা হাইড করার জন্য যে সমস্ত এপ্লিকেশনগুলি আছে সেগুলি কাজ ভাল করলেও এগুলিকে দেখে বোঝা যায় যে এগুলি প্যাসওয়ার্ড প্রটেক্টট ফাইল।এডভান্স কম্পিউটার ইউস্যারদের আইডিয়া থাকতে পারে এগুলিকে অপেন করার। Wavecipher একটি এপ্লিকেশন যে ফাইলগুলিকে প্যাসওয়ার্ড প্রটেক্ট করার সঙ্গে একটি Wave ফাইল হিসাবে ডিসপ্লে করে থাকে ফলে সাধারনভাবে এগুলিকে দেখে আইডিয়া করা যায় না যে এটি একটি প্যাসওয়ার্ড প্রটেক্ট ফাইল।হাইড করা Wave ফাইলটিকে প্লে করলে এটি ক্রাক ব্রোকেন সাউন্ড হিসাবে প্লে হয়ে থাকে।প্রবলেম একটাই ফ্রী ভার্সন হিসাবে এটি মাত্র 1MB ফাইল হাইড করার পারমিশন দিয়ে থাকে।এটিকে ইউস করার জন্য এপ্লিকেশনটিকে রান করে Brows ট্যাবে থেকে ফাইল এড করে নিচে প্যাসওয়ার্ড দিতে হবে এবং উপরে Select Ciphering Mode এ Encipher সেলেক্ট রাখতে হবে।ফাইল অপেন করার জন্য উপরে Select Ciphering Mode এ Decipher সেলেক্ট রাখতে হবে।