নেটে একটি English 2 Bengali ডীক্সেনারী খোঁজ করছিলাম,রান্ডাম সার্চ করার পরেও English 2 Bengali ডীক্সেনারী এধনের কোন কাজের এপ্লিকেশন পেলাম না।পেলাম না বলা ভুল হবে পেয়েছি অনেক কিন্তু কোন ফ্রী এপ্লিকেশন বা ঠিক মত কাজের এপ্লিকেশন খুঁজে পাচ্ছিলাম না।যাই হোক অনেক সার্চ করার পরে Bangaliana Dictionary খুঁজে পেলাম।এপ্লিকেশনটি 15 দিনের ফ্রী ইউস হলেও দারুন কাজের।আমি প্রায় এক বছর থেকে ইউস করছি এবং দারুন কাজ দিচ্ছে।এর মাধ্যমে বাংলা থেকে বাংলা,বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা এই তিনটি জিনিসই পাওয়া যাবে।এপ্লিকেশনটি ইনস্টলেশনের পরে রান করে পাওয়া উইন্ডোতে বাংলা থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বাংলা অপশন সেলেক্ট করে নিচের সার্চ বক্সে ওয়ার্ড টাইপ করেলেই হবে।