কম্পিউটারে এভ্রিডে ওয়াল পেপার চেজ্ঞ করার কথা ইয়াদ থাকে না।আমার ক্ষেত্রে তো এটা সবচেয়ে বেশি হয়ে থাকে।একটি ওয়াল পেপার আমার পিসিতে প্রায় ২-৩ মাস থেকে যায়।অটমেটিক ওয়াল পেপার চেজ্ঞ করার জন্য Wallchanger নামের একটি এপ্লিকেশনের কথা আগের একটি পোস্টে লিখেছিলাম,যেটি উইন্ডোসের প্রত্যেক লগিং এর সময় অটমেটিক ওয়ালপেপার চেজ্ঞ করে দেয়।এখানে আর একটি Wallpaper Downloader নামের লেটেস্ট এপ্লিকেশন পেলাম যেটি Wallchanger এর থেকে আরও বেটার কোয়ালিটীর। Wallpaper Downloader অটমেটিক্যালী নেট থেকে লেটেস্ট ওয়ালপেপার ডাউনলোড এবং চেজ্ঞ করতে হেল্প করে।এপ্লিকেশটি প্রথমবার ইনস্টলেশনের পরে ফার্স্ট টাইম রান করলে একটি নতুন একাউন্টের জন্য প্রমোট করে।এখানে ই-মেল এবং প্যাসওয়ার্ড দিয়ে দিলে এপ্লিকেশনটি প্রিভিয়াস ওয়ালপেপার গুলি ডাউনলোড করতে স্টার্ট করে বাই ডীফ্লট সমস্ত ওয়াল পেপারগুলি My Document > My Pictures > Bing Wallpaper ফোল্ডারে থাকে,চাইলে এর পাথটি চেজ্ঞ করা যাবে।এর পরে প্রত্যেকবার এপ্লিকেশনটি রান করার সঙ্গে সঙ্গে অটমেটিক্যালী নিউ ওয়ালপেপার ডাউনলোড করে এবং চেজ্ঞ করে থাকে এর জন্য Automatically download new Bing Wallpaper images এবং Wallpaper Slideshow এর নিচে Automatically set Bing images as my desktop wallpaper অপশন দুটি সেলেক্ট করা থাকতে হবে।