registry editor এর ব্যাকআপ নেওয়ার পরে আর একটি জিনিসের দরকার পড়বে যেটি হচ্ছে Resourcehacker নামের এই ফ্রীওয়্যারটি,এটি পাওয়া যাবে এখান থেকে।
এবার দেখা যাক এটি কীভাবে করা যায় :-
registry editor এর ব্যাকআপ নেওয়ার পরে Resourcehacker ফ্রীওয়্যারটি রান করে File > Open থেকে C:\WINDOWS >explorer.exe ফাইলটি খুঁজে বা File name বক্সে explorer.exe টাইপ করে ফাইলটি ওপেন করতে হবে।
2.বাঁ দিকে String Table ট্যাবের প্লাস মার্কে ক্লিক করলে String Table আসবে এখানে 37 ট্যাবে ক্লিক করলে ফ্লাওয়ার ইমেজের সঙ্গে 1033 নাম্বারটি দেখা যাবে এটির উপরে ক্লিক করতে হবে।
3.উপরের 2 নাম্বারে বলা কাজটি কমপ্লিট হলে নিচের ছবিটি দেখা যাবে,এখানে String Table এর ডানদিকের বক্সে 578 নাম্বারটির পাশে “start” এই টেক্সটি দেখতে পাওয়া যাবে আমাদের এই টেক্সটিকেই পরিবর্তন করতে হবে।
এখানে ইচ্ছা মত যা খুশি লেখা যাবে আমি আমার নামটি মানে “Amit” টেক্সটি লিখেছি “start” টেক্সটির পরিবর্তন করেছি “Amit” টেক্সটিতে।
4.এখন উপরের Compile Script ট্যাবে ক্লিক করতে হবে,আর File এ গিয়ে Save As করতে হবে C:\WINDOWS এ আর File name থাকবে explorerAmit.exe
5.Start > Run থেকে REGEDIT টাইপ করে registry editor ওপেন করতে হবে হবে এবং HKEY_Local_Machine -> Software -> Microsoft -> Windows NT -> CurrentVersion -> Winlogon এই “কী” টি খুঁজে বের করতে হবে।এখানে ডানদিকে থাকা Shell নামের ভ্যালুটি অপেন করে Value data তে পরিবর্তন করা explorer.exe ফাইলটি মানে Amit.exe টেক্সটি লিখতে হবে।এবার Value data Ok করে দিয়ে registry editor ক্লোস করে দিতে হবে।
6.সবশেষে পিসি একবার লগ অফ করে লগ অন করে নিলে বা রিস্ট্রাট করে নিলে Start শব্দটির পরিবর্তন হয়ে যাবে,যদি উপরের বর্ননা করা সমস্ত কিছু ঠিক থাকে।
(রেজিস্ট্রির পরিবর্তন করাটা কম্পিউটারের ক্ষেত্রে একটি রিস্কি কাজ তাই এই রিস্কটি আপনাকে নিজেকেই নিতে হবে।আমি এখানে শুধুমাত্র আমার অভিজ্ঞতাটি লিখেছি)
registry editor এর ব্যাকআপ নেওয়ার পদ্ধতি না জানা থাকলে এখানে ক্লিক করুন।






