তবে মনে রাখার জন্য বা উনন্ডোস এর সুবিধার জন্য এটিকে C ড্রাইভে বা ডেস্কটপে সেভ করাটাই ভাল,আর মনে রাখার জন্য ব্যাকআপ ফাইলটির নাম registry backup.reg দেওয়া সুবিধাজনক।
এটিকে রিস্ট্রোর করার দরকার হলে সেভ করা ফাইলটির উপর ডবল ক্লিক করে বা File থেকে Import করে যে ম্যাসেজটি আসবে তাকে Yes করে দিলেই হবে।
যদি কমপ্লিট ভাবে registry editor এর ব্যাকআপ হয় তবে নিচের ম্যাসেজটি আসবে।
Information in [REG file location] has been successfully entered into the registry
ম্যাসেজটিকে ওকে করে দিয়ে কম্পিউটার রির্স্টাট করে নিতে হবে।






